এবারের পুজোয় শ্রীভূমির বড় চমক! বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন করার পরেই জানা গেল, শ্রীভূমিতে আসছেন ব্রাজিলের ফুটবল তারকা রোনাল্ডিনহো।
শ্রীভূমির পুজোর প্রাণপুরুষ দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর, দ্বিতীয়ার দিনই আসছেন রোনাল্ডিনহো। শ্রীভূমি সহ আরও বেশ কয়েকটি দুর্গাপুজোয় যাওয়ার কর্মসূচী রয়েছে রোনাল্ডিনহোর।