মহালয়ায় পূণ্য তিথিতে দেবী পক্ষের সূচনায় প্রতিবছরই নিজে হাতে মায়ের চোখ এঁকে দক্ষিণ কলকাতার অন্যতম সেরা চেতলা অগ্রণীর দুর্গাপুজোর সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পায়ে গুরুতর চোটের কারণে এবছর বাড়ি থেকে বেরোতেই পারছেন না মুখ্যমন্ত্রী। জেলার পুজোগুলির পাশাপাশি এবার তাই কলকাতার বড় পুজোগুলির উদ্বোধনও মুখ্যমন্ত্রী করছেন ভার্চুয়ালি। কিন্তু তাহলে কি এবার মুখ্যমন্ত্রীর হাতে আঁকা হবে না তাঁদের পুজোয় মায়ের চোখ? আশঙ্কার মেঘে যখন মন ভার চেতলা অগ্রণীর কর্মকর্তা থেকে সদস্যদের, ঠিক তখনই এল বার্তা। সূত্রের খবর, চেতলা অগ্রণীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উন্নত প্রযুক্তির সাহায্যে বাড়িতে বসেই চোখ এঁকে চেতলা অগ্রণীর মাতৃমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি।
কিন্তু বাড়িতে বসে কীভাবে মুখ্যমন্ত্রী দুর্গা প্রতিমার চোখ আঁকবেন? জানা গিয়েছে, উন্নত প্রযুক্তির সাহায্যে প্রতিমার মুখমণ্ডলের ছবি তুলে ক্যানভাসে পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তা দেখে তিনি মাপমতো প্রতিমার চোখ এঁকে পাঠাবেন। তাঁর আঁকা দেখে শিল্পী আসল মূর্তিতে চোখ আঁকবেন।
উল্লেখ্য, চেতলা অগ্রণীর এই দুর্গাপুজোর প্রাণপুরুষ কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এবছর এই পুজোর থিম “যে যেখানে দাঁড়িয়ে”। পুজো কমিটি সূত্রে খবর, দেবী প্রতিমার চক্ষুদান হলেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এই পুজো মণ্ডপ।