Sambad Samakal

Durga Puja: সারাবছরের দুঃখ ভুলতে সঙ্গী উৎসবের আনাবিল আনন্দ! কী ভাবনা ত্রিধারার?

Oct 15, 2023 @ 2:30 pm
Durga Puja: সারাবছরের দুঃখ ভুলতে সঙ্গী উৎসবের আনাবিল আনন্দ! কী ভাবনা ত্রিধারার?

সারাবছর ধরেই বিভিন্ন দুঃখ-কষ্ট, ঘাত-প্রতিঘাত, ওঠা-নামার মধ্যে দিয়ে যেতে হয় প্রতিটি মানুষকে। প্রতিনিয়ন জীবনযুদ্ধে জয়ী হতে সংগ্রাম করতে হয়। সেই যন্ত্রণার কথা ভুলতে পুজোর কয়েকটা দিন অনাবিল আনন্দে মেতে উঠতে চায় সকলে। তাহলে সেই সময়ে কেন গুরুগম্ভীর শিল্পের বহিঃপ্রকাশের মাধ্যমে তাদের আবার সেই যন্ত্রণার মুখে ফেলা হবে! এই প্রশ্ন তুলে শুধুমাত্র উৎসবের আবহে গা ভাসাতে এবছর ত্রিধারা সম্মিলনীর মণ্ডপ তৈরি করেছেন গৌরাঙ্গ কুইল্যা।

রঙিন আলোর সাহায্যে বিভিন্ন উপকরণ ব্যবহার করে গোটা পরিবেশকে উৎসবমুখর করে তোলা হয়েছে ত্রিধারায়। যেখানে থিম ভাবনার পেছনে কোনও গুঢ় তত্ত্ব নেই। শুধুই অনাবিল আনন্দে সামিল হওয়ার আকাঙ্খা রয়েছে।

ক্লাব কর্তাদের আশা, এবারের দুর্গাপুজোয় ত্রিধারার এই ভাবনা মানুষের স্পর্শ করবে। দুর্গাপুজোর কয়েকটা দিন জীবনযন্ত্রণা ভুলে থাকার যাবতীয় রসদ এই মণ্ডপ থেকেই সংগ্রহ করতে পারবেন সাধারণ মানুষ।

Related Articles