এবারের পুজোয় ‘ননসেন্স ক্লাব’এর সদস্য হতে চান? তাহলে আপনাকে অবশ্যই পৌঁছে যেতে হবে উত্তর কলকাতার হাতিবাগান নবীনপল্লীর পুজো মণ্ডপে। ক্লাবের সদস্যদের সঙ্গেই চাইলেই নাম লেখাতপ পারেন এই ‘ননসেন্স ক্লাব’এ।
আসলে এবছর হাতিবাগান নবীনপল্লীর পুজো মণ্ডপ সেজে উঠছে সুকুমার রায়ের আবোলতাবোলকে সামনে রেখে। সুকুমার রায়ের মৃত্যুর ১০০ বছর ও আবোলতাবোল সৃষ্টির ১০০ বছর উপলক্ষে ফুটিয়ে তোলা হচ্ছে সব ‘ননসেন্স’ চরিত্রদের। গোটা রাস্তার সমস্ত বড় বড় বাড়ির গায়ে রং-তুলির আঁচড়ে অভিনব পরিবেশ তৈরি হচ্ছে।
ক্লাব সদস্যরা জানাচ্ছেন, আজকের প্রজন্মের কাছে আবোলতাবোলকে পরিচিত করার জন্যই এই বিষয়টিকে বেছে নেওয়া হয়েছে। আর একটু বড়রা বুঁদ হবেন নস্টালজিয়ায়।