উৎসবের আবহেই শহর কলকাতায় এসেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে উপস্থিত হলেন তিনি।
উত্তরীয় ও ফুটবল তুলে দিয়ে রোনাল্ডিনহোকে বরণ করে নেন স্বয়ং মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, ক্রিড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। এরপরে বেশ কিছুক্ষণ কালীঘাটেই সময় কাটান তিনি।
প্রসঙ্গত, এদিন যুবভারতী ক্রিড়াঙ্গনে একটি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন করেন রোনাল্ডিনহো। দমকলমন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজোতেও যান ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার।