অবশেষে সংঘাতের অবসান! মঙ্গলবার, তৃতীয়ার সকালে রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত দু’টি বিলেই সই করে বিধানসভায় পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
জানা যাচ্ছে, রাজ্যপাল প্রস্তাবিল বিলে সই করো দেওয়ার আইনি জট কাটল। তবে এরপরে বিলটিকে পুনরায় বিধানসভা পেশ করে আইনে পরিণত করতে হবে। পুজোর আগে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভার বিশেষ অধিবেশনের আগে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে সই না করে, তা ফেলে রাখার অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এরপরেই এদিন বিলে সই করলেন সিভি আনন্দ বোস। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করা হবে।