Sambad Samakal

Rujira Banerjee: তল্লাশির সময়ে লাইভ স্ট্রিমিং নয়! রুজিরা মামলায় কী নির্দেশ হাইকোর্টের?

Oct 17, 2023 @ 1:58 pm
Rujira Banerjee: তল্লাশির সময়ে লাইভ স্ট্রিমিং নয়! রুজিরা মামলায় কী নির্দেশ হাইকোর্টের?

ইডি তল্লাশি ও জেরার সময়ে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ন্ত্রণ করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই মামলায় সংবাদমাধ্যম ও ইডির উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলেন।

এদিন বিচারপতি ভট্টাচার্য জানিয়েছেন, ইডি তল্লাশি ও জেরার সময়ে কোনও ধরনের লাইভ স্ট্রিমিং করতে পারবেনা সংবাদমাধ্যম। ইডির তদন্তকারী আধিকারিকরাও তল্লাশির কথা আগেভাগে সংবাদমাধ্যমকে জানাতে পারবেননা। সাংবাদিকদের নিয়ে কোনও তল্লাশি অভিযানে যেতে পারবেন না ইডির তদন্তকারী আধিকারিকরা।

এছাড়াও সংবাদমাধ্যমের উদ্দেশে হাইকোর্টের নির্দেশ, ইডি তল্লাশি ও জেরা সংক্রান্ত খবর পরিবেশন করার সময়ে কোনও অভিযুক্ত ব্যক্তির ছবি ব্যবহার করা যাবেনা। চার্জশিট পেশ হওয়ার আগে কোনও ছবি প্রকাশ করা যাবেনা।

Related Articles