বুধবার চতুর্থীর দিন সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, পুজোর মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর আবহাওয়া মোটের ওপর মনোরম থাকবে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের জেরে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার পারদও মোটের ওপর স্বাভাবিকই থাকবে। কিছুটা হলেও কমবে অস্বস্তিকর গরমের অনুভূতি।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯০ শতাংশ।