দেড় হাজার বছর ধরে বিশেষ ধরনের কষ্টিপাথরের মূর্তিতেই হচ্ছে দুর্গাপুজো! রাঢ়বঙ্গের পরুলিয়ায় রয়েছেন অন্যতম প্রাচীন দেবীদুর্গা। অযোধ্যা পাহাড়ের দেউলঘাটায় সপ্তম শতাব্দী থেকে কষ্টিপাথরের দেবী দুর্গা পূজিতা হয়ে আসছেন।
এই দেবীমূর্তির অন্যতম বৈশিষ্ট্য হল, এখানে দুর্গা ছাড়া রয়েছেন, মহিষাসুর, মহিষ ও সিংহ। দেবীদুর্গার দক্ষিণ পদ রয়েছে মহিষের ওপরে ও বাম পদ রয়েছে সিংহের ওপরে।
সম্পূর্ণ অনাড়ম্বর ভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে জঙ্গলের মধ্যে এই পুজো হয়ে আসছে। মূলত যে সমস্ত পর্যটকরা অযোধ্যা পাহাড়ে বেড়াতে যান, তারা এই উৎসবে যোগ দেন।