যাদবপুর কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর নয়! বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দিলেন, শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফৌজদারি মামলা করা যায়না।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিলে অংশ নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও অশোভনীয় মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল যাদবপুর থানা। এদিন সেই আবেদনই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।