রীতি মেনে ষষ্ঠীর সকাল থেকেই দুর্গা আরাধনা শুরু হল বেলুড় মঠে। ইতিমধ্যেই মঠ চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। এদিন ষষ্ঠী উপলক্ষে কলারম্ভ অনুষ্ঠান হয়। সন্ধ্যেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।
বেলুড় মঠে ষষ্ঠীর সকালে দেবী দুর্গার বোধন শুরু হয়। বোধনের পরে হয় অধিবাস। বিল্ববৃক্ষের তলায় হবে দেবীর আরাধনা।