Sambad Samakal

Durga Puja: ষষ্ঠীর সকালে ভক্তদের ভিড় বেলুড় মঠে, শুরু দুর্গা আরাধনা

Oct 20, 2023 @ 1:42 pm
Durga Puja: ষষ্ঠীর সকালে ভক্তদের ভিড় বেলুড় মঠে, শুরু দুর্গা আরাধনা

রীতি মেনে ষষ্ঠীর সকাল থেকেই দুর্গা আরাধনা শুরু হল বেলুড় মঠে। ইতিমধ্যেই মঠ চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। এদিন ষষ্ঠী উপলক্ষে কলারম্ভ অনুষ্ঠান হয়। সন্ধ্যেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।

বেলুড় মঠে ষষ্ঠীর সকালে দেবী দুর্গার বোধন শুরু হয়। বোধনের পরে হয় অধিবাস। বিল্ববৃক্ষের তলায় হবে দেবীর আরাধনা।

Related Articles