মুর্শিদাবাদ জেলার ডোমকলের ধূলাউড়ি গ্রামে ১৭২০ সাল থেকে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা। যদিও স্থানীয় মানুষের দাবি, তারও বেশ কয়েক বছর আগে থেকেই ধূলাউড়ির উত্তরপাড়ায় দেবীর আরাধনা শুরু হয়েছিল। পরে পুজোর আয়োজন করা হতে থাকে দক্ষিণপাড়ায়। এখানে ভাদ্র মাসে পুজোর কোনও কাজ করা হয়না। শ্রাবণ মাসেই প্রতিমা তৈরির কাজ অনেকটা সম্পন্ন করে রাখা হয়। পরে আশ্বিন মাসে বাকি কাজ সম্পন্ন করা হয়।
অদ্ভুত ভাবে এই দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে ১৮ সংখ্যাটি। মানে পুজোর শুরুতেই ১৮ ছড়া কলা ও ১৮ টি পান-সুপুরি দেওয়া হয় মাকে। পরমান্ন তৈরির ক্ষেত্রেও ১৮ লিটার দুধ ব্যবহার করা হয়। পুজোর কাজের জন্য গঙ্গা থেকে ভরে আনা হয় ১৮ কলস জল। তবে এই ১৮ সংখ্যার অদ্ভুত নিয়মের কোনও ব্যখ্যা দিতে পারেননি স্থানীয়রা। গ্রামবাসীদের মতে, দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি বদলানোর সাহস হয়নি কারওর।