শনিবার, মহাসপ্তমীর সকাল থেকেই রোদ ঝলমলে শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মোটের ওপর মনোরম আবহাওয়াই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দুপুরের দিকে রোদের তেজ বাড়লেও, বিকেলের দিকে আবহাওয়া মনোরম হয়ে যাবে। ভোররাতের দিকে হালকা হিমেল ভাব থাকতে পারে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯১ শতাংশ।