Sambad Samakal

Weather: মহাষ্টমীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

Oct 22, 2023 @ 10:39 am
Weather: মহাষ্টমীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ, কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

রবিবার মহাষ্টমীর সকাল থেকেই রোদ ঝলমলে শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, সারাদিন মোটের ওপর মনোরম আবহাওয়াই থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সঙ্গে রোদের তেজ কিছুটা বাড়লেও, বিকেলের পরে তাপমাত্রার পারদ অনেকটাই কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলেও অস্বস্তিকর গরমের অনুভূতি খুব একটা অনুভূত হবেনা।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬ শতাংশ।

Related Articles