Sambad Samakal

Mamata: ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর! কী হুঁশিয়ারি মমতার?

Oct 26, 2023 @ 3:13 pm
Mamata: ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর! কী হুঁশিয়ারি মমতার?

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তোলা অভিঢ়ান চালাচ্ছে ইডি। এবার সরাসরি ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “বালু (জ্যোতিপ্রিয় মল্লিক)-এর সুগার আছে। ওঁর শরীর ভালো নেই। ও যদি মারা যায়, তাহলে কিন্তু আমরা ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হব। এরআগে এই ঘটনা ঘটেছে। সিবিআইয়ের চিঠি পাওয়ার পরেই আমাদের সাংসদ সুলতান আহমেদের মৃত্যু হয়েছিল। এমনকী অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী’র ও এভাবে মৃত্যু হয়েছে। আমরা এই অত্যাচার মেনে নেবনা।”

Related Articles