রেশন দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তারমধ্যেই দুপুর ১২টার পরে আচমকাই জ্যোতিপ্রিয়র সল্টলেকের বাড়ি বিসি-২৪৫-এ মিষ্টি হাতে উপস্থিত হলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত।
ভেতরে তল্লাশি অভিযান চলায়, জ্যোতিপ্রিয়র বাড়ির বাইরেই সব্যসাচীকে আটকে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সব্যসাচী দাবি করেন, তিনি বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দিতে এসেছেন। ভেতরে জ্যোতিপ্রিয়কে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই খবর দিলে, তিনি এই মুহূর্তে দেকা করতে অপারগ বলে জানান। এরপরে ফিরে যান সব্যসাচী। সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি, এই তল্লাশির বিষয়টি জানা ছিলনা।