Sambad Samakal

Jyotipriya Mallick: ২১ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয়

Oct 27, 2023 @ 7:17 am
Jyotipriya Mallick: ২১ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয়

রেশন দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকালেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে বেলার দিকে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, সুগারের রোগী বালু ওরফে জ্যোতিপ্রিয়র কিছু হয়ে গেলে ইডি ও বিজেপির বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারিও দেন। কিন্তু শেষ রক্ষা হল না। টানা ২১ ঘণ্টা জেরার পর, শুক্রবার ভোর রাতে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদিকে সেখানে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেন, “গভীর ষড়যন্ত্রের শিকার হলাম আমি। শুধু এটুকুই বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি খুব ভাল কাজ করেছে। তারা আমাকে শিকার করলেন।”

উল্লেখ্য, সল্টলেকের বিসি ব্লকে পাশাপাশি জ্যোতিপ্রিয়র দু’টি বাড়িতে (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) চলেছে তল্লাশি। বেনিয়াটোলায় জ্যোতিপ্রিয়ের পৈতৃক বাড়িতেও চলে তল্লাশি। এরপর ভোর রাতে তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারীরা।

Related Articles