Sambad Samakal

Jyotipriya Mallick: স্বাস্থ্য পরীক্ষার পরে তোলা হবে আদালতে, কেন গ্রেফতার জ্যোতিপ্রিয়?

Oct 27, 2023 @ 10:12 am
Jyotipriya Mallick: স্বাস্থ্য পরীক্ষার পরে তোলা হবে আদালতে, কেন গ্রেফতার জ্যোতিপ্রিয়?

বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার বেলার দিকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার পরে, রুটিন মাফিক স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁকে আদালতে তোলা হবে। ইডি সূত্রে খবর, মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে।

ইডির তদন্তকারীদের দাবি, রেশন দুর্নীতি মামলায় ২০২০ সাল থেকেই একাধিক এফআইআর দায়ের হয়েছিল। সেই বিষয়ে তদন্তও চালিয়েছিল রাজ্য পুলিশ। এই দুর্নীতিতে খাদ্যমন্ত্রী হিসেবে জ্যোতিপ্রিয়র ভূমিকা কী ছিল, সেই বিষয়টাই খতিয়ে দেখা হবে। আদৌ কি দুর্নীতির বিষয়ে জানতেন মন্ত্রী? বাকিবুর রহমানের সঙ্গে সম্পর্কই’বা কী? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়েছপ বলে দাবি ইডির তদন্তকারীদের।

Related Articles