Sambad Samakal

LPG Price Hike: জ্বালানির জ্বালা! ফের কতটা বাড়ল রান্নার গ্যাসের দাম?

Nov 1, 2023 @ 11:21 am
LPG Price Hike: জ্বালানির জ্বালা! ফের কতটা বাড়ল রান্নার গ্যাসের দাম?

উৎসবের মরসুমেও অব্যাহত জ্বালানির জ্বালা। বুধবার, ১ নভেম্বর থেকে ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।

জানা যাচ্ছে, ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু দাম বাড়ল ১০০ টাকা করে। এরফলে আরও বিপাকে পড়লেন হোটেল-রেস্তরাঁর মালিকরা। কলকাতায় ১ নভেম্বর থেকে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম হল ১ হাজার ৯৪৩ টাকা।

Related Articles