তাঁর ভুল চিকিৎসা হয়েছিল। এমনকী, এর কারণে সেপটিসেমিয়া পর্যন্ত হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নিজেই একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে বিস্ফোরক এই অভিযোগ তুললেন রাজ্যের ১ নম্বর সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের বিরুদ্ধে।
সম্প্রতি পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় প্রথমে তিনি চিকিৎসা করান এসএসকেএমে। কিন্তু সেই থেকেই নিজেকে গৃহবন্দি রেখেছিলেন মমতা। এমনকী, দুর্গাপুজোর উদ্বোধনেও এবার কোথাও যেতে পারেননি। ভার্চুয়ালি পুজো উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পায়ে ইনফেকশন হয়ে যাওয়ার কথা। এরপর বুধবার একরাশ ক্ষোভ উগরে জানালেন, ভুল চিকিৎসার জন্য তাঁর পায়ের ক্ষতস্থানে সেপটিকের মতো হয়ে গিয়েছিল।