একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া আদায়ে ফের আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস! বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে নয়া কর্মসূচীর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা ঘোষণা করেন, আগামী ১৬ নভেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক হবে। সেখান থেকেই আগামী দিনের আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
কার্যত হুঁশিয়ারির সুরে মমতা বলেন, “১৬ নভেম্বরের মধ্যে একশো দিন সহ সমস্ত বকেয়া টাকা কেন্দ্রের পক্ষ থেকে না ছাড়া হলে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গান্ধীজির দেখানো পথেই আমাদের আন্দোলন চলবে। ওই দিনই নতুন কর্মসূচীর ঘোষণা করা হবে।”