Sambad Samakal

Onion Price Hike: আম জনতার পকেটে টান! সেঞ্চুরির পথে পেঁয়াজের দাম!

Nov 1, 2023 @ 12:43 pm
Onion Price Hike: আম জনতার পকেটে টান! সেঞ্চুরির পথে পেঁয়াজের দাম!

উৎসবের মরসুমেই আম জনতার পকেটে টান! সেঞ্চুরির পথে পেঁয়াজের দাম! বুধবার সকালে শহর কলকাতার বিভিন্ন বাজারে কিলোপ্রতি পেঁয়াজের দাম ঘোরাফেরা করছে ৯০ টাকার আশেপাশে।

তবে গত মাসেও কিন্তু কিলোপ্রতি পেঁয়াজের নাম ৪০/৫০ টাকা করে বিক্রি হয়েছে। একলাফে দাম বেড়েছে কার্যত কয়েক গুণ। বিক্রেতাদের দাবি, যোগান কম থাকায় বাড়ছে পেঁয়াজের দাম।

Related Articles