Sambad Samakal

Second Hoogly Bridge: আজ থেকেই যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে, বিকল্প কোন পথ?

Nov 1, 2023 @ 12:09 pm
Second Hoogly Bridge: আজ থেকেই যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে, বিকল্প কোন পথ?

লোহার কেবল পরিবর্তনের জন্য আজ, বুধবার থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে। কলকাতা ও হাওড়ার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুর ৮টি লেনের মধ্যে, ৬টি লেনে যান নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। বিশেষ করে ভারী ও পণ্যবাহী গাড়ির যাত্রাপথ পরিবর্তন করা হবে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকল্প হিসেবে, সেন্ট্রাল অ্যভিনিউ, বিটি রোড, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করা হবে। অতিরিক্ত যানজট হলে ভিআইপি রোডও ব্যবহার করা হবে ভারী গাড়ি চলাচলের জন্য। ফলে আগামী বেশ কয়েক দিন দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে।

Related Articles