রাজ্যে কবে হতে চলেছে আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা? বুধবার সেই তারিখ ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম বোর্ড (ডব্লিউবিজেইইবি) জানিয়েছে, আগামী বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে ২৮ এপ্রিল, রবিবার।
এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in. -এ
নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের।
বুধবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার কোর্সে ভর্তি হওয়ার পরীক্ষা ডব্লিউবিজেইই-২০২৪ আগামী ২৮ এপ্রিল, রবিবার অনুষ্ঠিত হবে।”