রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর বৃহস্পতিবার তাঁকেই ‘ভালো লোক’ বলে দরাজ সার্টিফিকেট দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক ভালো লোক। আমি ওঁর পাশে আছি। বিপদের দিনে মানুষের পাশে থাকা উচিত। যেকোনও আইনি সাহায্য দরকার হলে করব। ইডি হেফাজত থেকে জেল হেফাজতে গেলেই দেখা করব।”
এছাড়াও তিনি আরও বলেন, “মমতা ব্যানার্জী যাঁর পাশে থাকেন, আমাদের সকলের তাঁর পাশে থাকা উচিত। ট্রায়াল শুরু হলে বোঝা যাবে, আদৌ তিনি দোষী কুনা। টু’জি কেলেঙ্কারি নিয়েও’তো কত হইচই হয়েছিল, কি হল! ট্রায়াল হলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে।”