রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারের পরে অসুস্থ হয়ে পড়ায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় তাঁর। সেই সময়েই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল জরুরি পরিস্থিতি কেটে যাওয়ার পরে আলিপুরের কম্যান্ড হাসপাতালে চিকিৎসা হবে ধৃত মন্ত্রীর। এই বিষয়েই আপত্তি তুলে ফের হাইকোর্টের দারস্থ হয়েছিল কম্যান্ড হাসপাতাল।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ জানিয়ে দিলেন, আপাতত কম্যান্ড হাসপাতালেই হবে ধৃত মন্ত্রীর চিকিৎসা। ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে ইডির বক্তব্য শোনার পরেই, এই বিষয়ে চূড়ান্ত রায় দেবে হাইকোর্ট।