Sambad Samakal

Mahua Maitra: এথিক্স কমিটির বৈঠকে মহুয়াকে ‘অশালীন’ প্রশ্ন! কী করলেন ক্ষুব্ধ তৃণমূল সাংসদ?

Nov 2, 2023 @ 5:19 pm
Mahua Maitra: এথিক্স কমিটির বৈঠকে মহুয়াকে ‘অশালীন’ প্রশ্ন! কী করলেন ক্ষুব্ধ তৃণমূল সাংসদ?

টাকার বিনিময়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন বিতর্কে বৃহস্পতিবার সংসদে এথিক্স কমিটির মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর সেখানেই তাঁকে অশালীন ও আপত্তিকর প্রশ্ন করার অভিযোগ উঠল বিজেপি সাংসদদের বিরুদ্ধে! এই আচরণে ক্ষুব্ধ মহুয়া সহ বিরোধী সাংসদরা বৈঠক থেকে ওয়াকআউট করেন।

এদিন সকালে তিন ব্যাগ নথি নিয়ে এথিক্স কমিটির বৈঠকে যোগ দেন মহুয়া। সেখানে ছিলেন বিজেপির ৬ জন ও বিরোধীদের ৫ জন সাংসদ। বিকেলে আচমকাই মহুয়া সহ বাকিরা বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহুয়া জানান, এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার তাঁকে ব্যক্তিগত, অশালীন ও আপত্তিকর প্রশ্ন করেন। বিরোধী সাংসদরা এর প্রতিবাদ করলেও আপত্তিকর আচরণ চলতে থাকে। তাই বাধ্য হয়ে সকলে ওয়াকআউট করেন।

প্রসঙ্গত, এথিক্স কমিটির বিজেপির ৬ সাংসদ ছাড়াও বিরোধী কংগ্রেসের ২ জন, জেডিইউ, সিপিআই ও বিএসপি’র ১ জন করে সাংসদ ছিলেন। তাঁরা সকলেই মহুয়ার পাশেই দাঁড়ান।

Related Articles