বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৬টা ৫ মিনিট থেকে প্রায় ৪০ মিনিট রাজভবনে ছিলেন মমতা।
৭টা নাগাদ রাজভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এটাই আমাদের সৌজন্য ও ভদ্রতা।” প্রসঙ্গত, বিজয়ার পরে রাজভবনের তরফ থেকে মিষ্টি পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। পাল্টা নবান্নের তরফেও বিজয়ার মিষ্টি পাঠানো হয় রাজভবনে।
যদিও একশো দিন সহ বকেয়া কেন্দ্রীয় প্রকল্পের টাকার বিষয়ে এদিন রাজ্যপালের সঙ্গে কোনও কথা হয়েছে কিনা, সেই বিষয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।