স্বাস্থ্যসাথী কার্ডে এখন থেকে বেসরকারি হাসপাতালে আর মিলবে না গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা! সম্প্রতি নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিল রাজ্য স্বাস্থ্য দফতর।
জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে এখন থেকে আর হাড়ের অস্ত্রোপচার করা যাবেনা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। কেবলমাত্র সরকারি হাসপাতালেই হাড়ের যাবতীয় অস্ত্রোপচার করা যাবে। তবে পথ দুর্ঘটনার ক্ষেত্রে এই নিয়ম লাগু হবেনা।