Sambad Samakal

Mamata: মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত কারা? ডাক পাচ্ছেন শুভেন্দু?

Nov 4, 2023 @ 2:36 pm
Mamata: মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত কারা? ডাক পাচ্ছেন শুভেন্দু?

আগামী ৯ নভেম্বর, বৃহস্পতিবার বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর আলিপুর জেল মিউজিয়ামে শিল্পপতি, অভিনতা, খেলোয়াড়, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফে।

আমন্ত্রণের দায়িত্বে থাকা রাজ্য শিল্পন্নোয়ন নিগম সূত্রে খবর, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হচ্ছেনা বলেই খবর। কারণ শনিবার পর্যন্ত তাঁর নাম আমন্ত্রিতদের তালিকায় নেই। পাশাপাশি কংগ্রেসের কাউকে আমন্ত্রণ জানানো নিয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Related Articles