রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পরে ফের সক্রিয় ইডি! শনিবার সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় অভিযানে নামলেন কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা।
জানা যাচ্ছে, সাতসকালে বনগাঁর একটি রাইস মিলে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাইস মিল ঘিরে চলছে তল্লাশি। সূত্রের খবর, রেশন দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে ওই রাইস মিলটি। এছাড়াও রাজ্যের বেশ কয়েকটি স্থানে একইভাবে তল্লাশি অভিযান চলছে বলে খবর।