Sambad Samakal

Dengue: গোটা দেশের মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি সংক্রমণ বাংলায়! শীর্ষে কোন জেলা?

Nov 5, 2023 @ 6:04 pm
Dengue: গোটা দেশের মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি সংক্রমণ বাংলায়! শীর্ষে কোন জেলা?

গোটা দেশের মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি সংক্রমণ বাংলায়! সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ নভেম্বর পর্যন্ত বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার। যার মধ্যে দক্ষিণবঙ্গের ১৬ জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৩১৮ জন।

রাজ্যের মধ্যে সংক্রমণের নিরিখে একদম শীর্ষে রয়েছে, উত্তর ২৪ পরগনা জেলা। ১ নভেম্বর পর্যন্ত এই জেলায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৭৪ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, এখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৮৫ জন। এছাড়াও তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজার।

বিশেষজ্ঞদের মতে, বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়ে শীতের আমেজ এলেও, এখনই স্বস্তি নেই। বিক্ষিপ্ত বৃষ্টির জমা জল থেকে ডেঙ্গি মশার উৎপাত ফের বাড়তে পারে। ফলে মশাবাহীত রোগ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ না নিলে, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Related Articles