Sambad Samakal

Jyotipriya: ইডে হেফাজতে একটানা জেরা জ্যোতিপ্রিয়কে, কেন হলনা স্বাস্থ্য পরীক্ষা?

Nov 5, 2023 @ 2:50 pm
Jyotipriya: ইডে হেফাজতে একটানা জেরা জ্যোতিপ্রিয়কে, কেন হলনা স্বাস্থ্য পরীক্ষা?

রেশন দুর্নীতি কাণ্ডে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সকালেও একটানা তাঁকে জেরা করছেন তদন্তকারীরা, এমনটাই খবর ইডি সূত্রে।

আদালতের বেঁধে দেওয়া গাইডলাইন অনুযায়ী, রবিবার ধৃত মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও, শেষপর্যন্ত তা হয়নি। ইডি সূত্রে খবর, একটানা জেরার কারণেই এদিন জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা সম্ভব হয়নি।

অন্যদিকে, রেশন বণ্টন দুর্নীতির রহস্য সমাধানে সোমবার ফের জ্যোতিপ্রিয়র প্রাক্তন ও বর্তমান আপ্ত-সহায়ককে তলব করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে পাওয়া তথ্য সামনে রেখেই ফের জেরা করা হবে তাঁদের।

Related Articles