কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে পোশাক ফতোয়া! আর তাকে কেন্দ্র করেই তুঙ্গে বিতর্ক। সামনেই আইআইটি খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠান। আর তারআগেই প্রতিষ্ঠানের তরফে পড়ুয়া ও অধ্যাপকদের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, ছেলে ও মেয়েদের জন্য পৃথক পোশাক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ছেলেদের জন্য পাজামা-পাঞ্জাবি থেকে জুতোর নকশাও বলে দেওয়া হয়েছে। অন্যদিকে, মেয়েদের জন্য শাড়ি, অলঙ্কার, জুতো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মেয়েরা শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ পড়তে পারবেননা।
খড়গপুর আইআইটির এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরেই ক্ষোভপ্রকাশ করতে শুরু করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। নেটিজেনদের একাংশের অভিযোগ, পোশাক ফতোয়ার নামে আসলে এক জন ব্যক্তির মৌলিক স্বাধীনতা হরনের চেষ্টা করা হচ্ছ। যদিও এবিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।