রেশন দুর্নীতি কাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর থেকেই ইডির তদন্তে বারবার নাম উঠে এসেছে প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসের। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রীর বিরুদ্ধে কার্যত বিস্ফোরক দাবি করলেন তিনি।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়ক ছিলেন অভিজিৎ দাস। সেই সময়ে মন্ত্রীর চাপে পড়েই নিজের স্ত্রী ও মা’কে দু’টি কোম্পানির ডিরেক্টর করেছিলেন বলে দাবি তাঁর। ওই দু’টি সংস্থাই বেনামে চালাতেন তৎকালীন খাদ্যমন্ত্রী। মা ও স্ত্রী ডিরেক্টর হিসেবে থাকলেও, কোম্পানিগুলির আর্থিক লেনদেন সম্পর্কে কোনও তথ্যই জানা নেই বলে দাবি অভিজিতের।
পরবর্তীতে ২০১৪ সালে মন্ত্রীর আপ্ত-সহায়কের চাকরি ছেড়ে দেওয়ার পরে, মা ও স্ত্রী’কে কোম্পানিগুলি থেকে সরিয়ে আনেন মন্ত্রীর প্রাক্তন আপ্ত-সহায়ক। এসমস্ত তথ্য ইতিমধ্যেই ইডি আধিকারিকদের জানিয়ে দিয়েছেন বলেও সংবাদমাধ্যমের সামনে এদিন দাবি করেন অভিজিৎ দাস।