Sambad Samakal

Jyotipriya: অনৈতিক-অন্যায় কাজ করেছে ইডি! কী অভিযোগ ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়র?

Nov 6, 2023 @ 1:29 pm
Jyotipriya: অনৈতিক-অন্যায় কাজ করেছে ইডি! কী অভিযোগ ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়র?

অনৈতিক-অন্যায় কাজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! সোমবার সংবাদমাধ্যমের সামনে এমনই অভিযোগ করলেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন আদালতে পেশের আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে।

সেখানেই সংবাদমাধ্যমের কর্মীদের উদ্দেশ্য করে জ্যোতিপ্রিয় বলেন, “অনৈতিক-অন্যায় কাজ করেছে ইডি। আদালত আমায় নিশ্চয়ই মুক্তি দেবে।” যদিও ঠিক কোন প্রেক্ষিতে এই অভিযোগ, তা স্পষ্ট করেননি ধৃত মন্ত্রী। তবে ইডি হেফাজতে থাকাকালীন এমন কী কোনও ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এহেন অভিযোগ আনলেন জ্যোতিপ্রিয়। গোটা বিষয়টা স্পষ্ট হবে তাঁকে আদালতে পেশ করার পরেই।

Related Articles