সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁকে তলব করছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা।
এদিন পুরসভায় নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য তলব করা হয়েছিল কামারহাটি পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে। সেই সমস্ত তথ্য ও নথি নিয়েই এদিন ইডি দফতরে হাজিরা দেন গোপাল সাহা।