Sambad Samakal

Mamata: কারও দয়া চাইনা! ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে কেন একথা বললেন মমতা?

Nov 6, 2023 @ 8:12 pm
Mamata: কারও দয়া চাইনা! ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে কেন একথা বললেন মমতা?

কারও দয়া চাইনা! সোমবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী থেকে একথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরসঙ্গেই একের ওর এক কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

এদিন নাম না করে মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, “জীবনে কারও দয়া চাইনা। আমার নিজের প্রচারের কোনও দরকার নেই। তাই নিজের নামে স্টেডিয়ামও বানাইনা আর রেললাইনের নামকরণও করিনা। আমার এসবের প্রয়োজন নেই।”

এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন তৃণমূল সুপ্রিমো। একশো দিনের কাজ, আবাস যোজনা সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়ে বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা।

Related Articles