৭ বছরের অপেক্ষার অবসান! অবশেষে আদালতের নির্দেশে সোমবার সকাল থেকে শুরু হল উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। এদিন এসএসসি ভবনে ৩০০ জন চাকরিপ্রার্থীকে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্সেলিংয়ের প্রক্রিয়া।
প্রসঙ্গত, ২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে ২০১৫ সালে পরীক্ষা হয়। ২০১৬ সালে প্রাকশিত হয় ফলাফল। শূন্যপদের ভিত্তিতে উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিগত ৭ বছর ধরে থমকে ছিল।