পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুরে এসেছেন আচার্য তথা রাজ্যপাল।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে পতাকা ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সদস্য-সমর্থকরা। উপাচার্য নিয়োগে রাজ্যপালোর একতরফা খবরদারি থেকে কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা বন্ধ, এইসব ইস্যুতেই সরব হন তৃণমূলপন্থী ছাত্ররা। যদিও বিরাট পুলিশবাহিনী মোতায়েন থাকায় কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।