নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! মঙ্গলবার জন্মদিনের পরেই বুধবার প্রকাশ্যে এল এই খবর।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার অর্থাৎ ৯ নভেম্বর সকালে সিজিও কমপ্লেক্সে অভিষেককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই নিয়ে ষষ্ঠবার তলব করা হল তাঁকে। প্রসঙ্গত, এর আগে দিল্লিতে কর্মসূচীর কারণে ইডি হাজিরা এড়িয়েছিলেন অভিষেক। ফলে আগামীকাল শেষপর্যন্ত তিনি ইডির তলবে হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার।