রাজস্থানের নাগৌরে ভোট প্রচারে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যেয় শাহের প্রচাররথ বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল। সেই সময়েই রথের সঙ্গে বিদ্যুতের তার ঠেকে যায়।
সঙ্গে সঙ্গে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে অন্ধকার হয়ে যায় গোটা এলাকা। তড়িঘড়ি নিজের গাড়ি করে এলাকা ছাড়েন অমিত শাহ। কীভাবে এত বড়সড় অঘটন ঘটল, সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েঢ়েন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত।