টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত! বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন মূল অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
তাঁর দাবি, দেশের লোকপালের তরফে এই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও লোকপাল বা সিবিআই, কোনও তরফেই এই বিষয়ে মুখ খোলা হয়নি। তবে শেষপর্যন্ত টাকার বিনিময়ে প্রশ্ন কাণ্ডে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত হলে, নিঃসন্দেহে চাপ আরও বাড়বে।