Sambad Samakal

Jyotipriya: ‘অভিষেক কে? আমাদের নেতা?’ ইডি হেফাজতে ফের বিস্ফোরক জ্যোতিপ্রিয়

Nov 8, 2023 @ 1:32 pm
Jyotipriya: ‘অভিষেক কে? আমাদের নেতা?’ ইডি হেফাজতে ফের বিস্ফোরক জ্যোতিপ্রিয়

বুধবার রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত বিস্ফোরক প্রাক্তন খাদ্যমন্ত্রী!

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়কে ইডি তলব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দেন জ্যোতিপ্রিয়র উদ্দেশে। পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করে তিনি উত্তর দেন, “কোন বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের নেতা?”

স্বভাবতই জ্যোতিপ্রিয়র এই মন্তব্যের পরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। যদিও এদিন নিজের পক্ষে সাফাই দিয়ে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় বলেন, “আপনাদের বলি, আমি সমস্ত ব্যাপারে নির্দোষ, এটা জেনে নিন। ১৩ তারিখ আমাকে আদালতে পেশ করা হবে। সেখানে বুঝতে পারবেন যে, আমি অত্যন্ত ক্লিয়ার।”

Related Articles