নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। বিপুল পরিমাণ বাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশের হাতে গ্রেফতার ১,৭২৬ জন।
কালীপুজো, ছটপুজোর আবহে চলছে পুলিশি অভিযান। আর সেই অভিযানেই ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১ হাজার ১০০ কেজি বাজি নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭২৬ জনকে।