সংসদের শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র। ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত এই অধিবেশন চলবে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এই ঘোষণা করেন। নির্ধারিত এই ১৯ দিনের মধ্যে লোকসভায় ১৫টি সিটিং হবে। নতুন সংসদ ভবনে এই প্রথমবার সম্পূর্ণ অধিবেশন বসবে। মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইট করে জানান, “অমৃতকাল চলাকালীন সংসদের কার্যকলাপ-সহ একাধিক বিষয় নিয়ে অধিবেশনে আলোচনা হবে।”

-
//php if ( BartaTheme::$options['post_date'] ) { ?>
//php barta_get_time(); ?>
//php } ?>