Sambad Samakal

Abhishek: টাকা নিয়ে সেটিং! ধর্মের রাজনীতি! নাম না করে নওশাদকে কটাক্ষ অভিষেকের

Nov 10, 2023 @ 9:06 pm
Abhishek: টাকা নিয়ে সেটিং! ধর্মের রাজনীতি! নাম না করে নওশাদকে কটাক্ষ অভিষেকের

শুক্রবার ডায়মন্ড হারবারের ফলতায় আয়োজিত বিজয়া সম্মিলনী থেকে নাম না করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে নাকি বিরোধীদের সমর্থন নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন নওশাদ।

সেই প্রসঙ্গেই নাম না করে অভিষেক বলেন, “শুনছি, কেউ কেউ নাকি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতে চাইছে। চাইলে গুজরাট, উত্তরপ্রদেশ থেকে এসেও দাঁড়াতে পারে। এখানে গণতন্ত্র আছে। এবার চার লক্ষের ব্যবধানে জিতব। ওঁরা যেই দাঁড়াক, ভোকাট্টা হয়ে উড়ে যাবে। আমি যতদিন আছি, ততদিন কোনও সাম্প্রদায়িক রাজনীতি করতে দেবনা। টাকা নিয়ে সেটিং করে, ধর্মে ধর্মে বিভেদ লাগানো এক জন জনপ্রতিনিধির কাজ হতে পারেনা।”

Related Articles