Sambad Samakal

Howrah: হাওড়ায় কারখানা-গুদামে বিধ্বংসী আগুন! ঘটনাস্থল থেকে কী জানালেন দমকলমন্ত্রী?

Nov 10, 2023 @ 10:37 am
Howrah: হাওড়ায় কারখানা-গুদামে বিধ্বংসী আগুন! ঘটনাস্থল থেকে কী জানালেন দমকলমন্ত্রী?

হাওড়ার ফরশোর রোডে কাপড়ের কারখানা ও তেলোর গুদামে বিধ্বংসী আগুন! শুক্রবার ভোর সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে বলো খবর। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় বেলা ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন ঘটনাস্থলে পৌঁছে কার্যত নিজের ক্ষোভ উগড়ে দেন দমকলমন্ত্রী সুজিত বসু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই কারখানা ও গুদামটি পোর্ট ট্রাস্টের যায়গার ওপরে। যারা ভাড়া নিয়েছিলেন তারা অগ্নিনির্বাপণের জন্য কোনও ব্যবস্থাই করেননি। এই ধরনের গাফিলতি কোনও মতেই বরদাস্ত করা হবেনা। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles