পুরীর জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতির সময়ে চরম বিশৃঙ্খলা! পদপিষ্ট হয়ে আহত অন্তত ১০ জন! আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
জানা যাচ্ছে, শুক্রবার সন্ধ্যায় জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি চলছিল। সেই সময়ে অতিরিক্ত ভিড় হয়ে যায় মন্দির চত্বরে। শুরু হয়ে যায় হুড়োহুড়ি, বিশৃঙ্খলা। পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আহত ভক্তদের চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে।