Sambad Samakal

Sonia Gandhi: গ্যাস চেম্বার দিল্লি! দিল্লি ছেড়ে কোথায় যাচ্ছেন সোনিয়া গান্ধী?

Nov 14, 2023 @ 7:46 pm
Sonia Gandhi: গ্যাস চেম্বার দিল্লি! দিল্লি ছেড়ে কোথায় যাচ্ছেন সোনিয়া গান্ধী?

ভয়াবহ বায়ু দূষণের জেরে কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে নিশ্বাস-প্রশ্বাস নেওয়াও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাই দূষণ থেকে বাঁচতে দিল্লি ছাড়ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

জানা যাচ্ছে, দিল্লির বাসভবনে গুরুতর শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকরা অবিলম্বে সোনিয়াকে হাওয়া বদলের পরামর্শ দেন। সেই অনুযায়ী আপাতত রাজস্থানের জয়পুরে স্থানান্তরিত করা হচ্ছে তাঁকে। দিল্লির দূষণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জয়পুরেই থাকবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

Related Articles